ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘যুক্তরাষ্ট্রের উস্কানিতে ভুক্তভোগী চীন’, তাইওয়ানে সেনামহড়া নিয়ে বেইজিং

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০২২
‘যুক্তরাষ্ট্রের উস্কানিতে ভুক্তভোগী চীন’, তাইওয়ানে সেনামহড়া নিয়ে বেইজিং চীনের সামরিক মহড়া

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি সফরকে কেন্দ্র করে তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালাচ্ছে চীন। দেশটি বলছে, দ্বীপটি নিয়ে যুক্তরাষ্ট্রের উস্কানির কারণে ভুক্তভোগী হতে হচ্ছে বেইজিংকে।

 

বুধবার ( ৩ আগস্ট) চীনের পরররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে এমনটি বলা হয়।  

চীনের পররাষ্ট্র মন্ত্রণালইয়ের মুখপাত্র হুয়া চুনয়িং সংবাদ সম্মেলনে বলেন, তাইওয়ানের কাছে সাগরে চীনা সামরিক মহড়া চালানো জাতীয় সার্বভৌমত্বকে দৃঢ়ভাবে রক্ষা করার জন্য একটি প্রয়োজনীয় এবং ন্যায্য ব্যবস্থা।  পেলোসির তাইওয়ান সফর মার্কিন যুক্তরাষ্ট্রের উস্কানি, এতে ভুক্তভোগী হচ্ছে চীন।  

তাইওয়ানের চারপাশে ‘পরিকল্পিত সামরিক অভিযান’ এবং লাইভ ফায়ার ড্রিল ঘোষণা করেছে চীন।  

মঙ্গলবার রাতে তাইওয়ানের রাজধানী তাইপে পৌঁছান ন্যান্সি পেলাসি। ১৯৯৭ সালের পর এটি কোনো মার্কিন শীর্ষ রাজনীতিকের তাইওয়ান সফর। এই সফরকে কেন্দ্র করে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। এদিকে সফরে এসে তাইওয়ানকে নিরাপত্তার আশ্বাস দিয়েছেন ন্যান্সি পেলোসি।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।