ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে গির্জায় অগ্নিকাণ্ডে নিহত ৪১ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২২
মিশরে গির্জায় অগ্নিকাণ্ডে নিহত ৪১ 

মিশরের রাজধানী কায়রোতে একটি গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৪১ জন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫৫ জন।

 

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এএফপির প্রতিবেদনে বলা হয়, মিশরের রাজধানী ইমবাবা ​​জেলায় আবু সিফাইন গির্জায় রোববার (১৪ আগস্ট) অজ্ঞাত কারণে আগুনের সূত্রপাত হয়। এই জেলাটিতে শ্রমজীবী মানুষরাই বাস করেন।  

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়, রোববারের প্রার্থনা শেষ হওয়ার পরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় অনেকে পদদলিত হয়।  

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।  

সূত্র: এএফপি, দ্য সান

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।