ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পুলিশকে হয়রানি করতে ১২ হাজারের বেশি ফোনকল, নারী গ্রেফতার! 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
পুলিশকে হয়রানি করতে ১২ হাজারের বেশি ফোনকল, নারী গ্রেফতার! 

এক নারী পুলিশের কাছে এক বছরেই ফোনকল দিয়েছেন ১২ হাজার ৫১২ বার। তার উদ্দেশ্য ছিল কর্মকর্তাদের হয়রানি করা।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই ঘটনায় ওই নারীকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে গ্রেফতার করা হয়েছে।  

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, সেন্ট পিটার্সবার্গ পুলিশ বিভাগের কর্মকর্তাদের ফোনকল দিয়ে হয়রানি করতেন ৫১ বছর বয়সী কার্লা জেফারসন।  

সেন্ট পিটার্সবার্গ পুলিশ জানায়, ওই পুলিশ বিভাগে আসা ১০ শতাংশ ফোনই ছিল ওই নারীর।  

একদিনে ওই নারী গড়ে ৫১২ বার করে ফোনকল দিতেন। পুলিশ আদালতের সামনে তার হলফনামায় এই কলগুলোকে অশ্লীল হিসেবে আখ্যায়িত করেছে।  

 পুলিশের মুখপাত্র ইয়োলান্ডা ফার্নান্দেজ বলেন, তিনি কোনো পুলিশ সেবা চাইতে কল দিতেন না।  যে কল ধরতেন তাকে কটূক্তি করতেন এবং শুধু অপমানিত করতেন।  

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, পুলিশ গত জুনে জেফারসনকে গ্রেফতার করা হবে বলে জানা। এরপরেও তিনি কর্মকর্তাদের হয়রানি করা থামাননি।  

পুলিশ জানায়, জেফারসনকে চলতি সপ্তাহে গ্রেফতার করা হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।  

পুলিশ বলেছে, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় জেফারসন এর আগেও  গ্রেফতার হয়েছিলেন এবং বেশ কয়েক বছর কারাগারে কাটিয়েছেন ।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
ইআর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।