ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনকে আরও ৩০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
ইউক্রেনকে আরও ৩০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

ইউক্রেনকে আরও ৩০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (২৪ আগস্ট) ইউক্রেনের ৩১তম স্বাধীনতা দিবসে এই ঘোষণা দেন বাইডেন।

একটি বিবৃতিতে বাইডেনের পক্ষ থেকে বলা হয়, আমি এখন পর্যন্ত আমাদের সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তা ঘোষণা করতে পেরে গর্বিত। নিরাপত্তা সহায়তা উদ্যোগের মাধ্যমে ইউক্রেনে প্রায় ২৯৮ কোটি ডলারের অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ওই বিবৃতিতে আরও বলেন, ইউক্রেন যাতে দীর্ঘমেয়াদে আত্মরক্ষা চালিয়ে যেতে পারে তা নিশ্চিত করার জন্যই এই সহয়তা দেওয়া হবে। এতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, আর্টিলারি সিস্টেমসহ বিভিন্ন অস্ত্র থাকবে।  

ওই বিবৃতিতে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ইউক্রেনের প্রশংসা করেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আজ এবং প্রতিদিন আমরা ইউক্রেনের জনগণের পাশে আছি।  

নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভের (ইউএসএআই) অধীনে অস্ত্রগুলো ইউরোপে আসতে কয়েক মাস সময় লাগতে পারে। কারণ, কোম্পানিগুলোকে এসব অস্ত্র কিনতে হবে। আনুষ্ঠানিক ঘোষণার আগে কোন কোন অস্ত্র এ চালানে থাকবে, তাতে পরিবর্তন আসতে পারে বলেও ওই কর্মকর্তা জানান।

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। এ যুদ্ধ প্রাথমিকভাবে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে দীর্ঘমেয়াদি লড়াইয়ে রূপ নিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ইতিমধ্যে ইউক্রেনকে ১ হাজার ৬০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।