ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চিকিৎসকদের পর্যবেক্ষণে রানি এলিজাবেথ, দেখতে আসছেন স্বজনেরা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২২
চিকিৎসকদের পর্যবেক্ষণে রানি এলিজাবেথ, দেখতে আসছেন স্বজনেরা  ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের (৯৬) স্বাস্থ্য নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তার চিকিৎসকেরা। তিনি বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।

 

রানি এলিজাবেথকে দেখতে ইতোমধ্যে রাজপরিবারের সদস্যরা স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলের উদ্দেশে যাত্রা শুরু করেছেন তার স্বজনেরা।  

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, রানি এলিজাবেথের ছেলের প্রিন্স চার্লস এরইমধ্যে স্কটল্যান্ডে পৌঁছেছেন। তিনি এখন রানির সঙ্গেই আছেন।  

ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও তার স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগানও স্কটল্যান্ডে যাচ্ছেন।  

এর আগে একটি বিবৃতিতে বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে বলা হয়, আজ সকালে স্বাস্থ্য পরীক্ষার পরে রানিকে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।  

সূত্র: বিবিসি, এএফপি

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা,সেপ্টেম্বর০৮, ২০২২
ইআর
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।