ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শুরু হচ্ছে ‘সৌদি আইডল’ ট্যালেন্ট শো 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
শুরু হচ্ছে ‘সৌদি আইডল’ ট্যালেন্ট শো 

সৌদি আরবে টেলিভিশন ফ্র্যাঞ্চাইজি ট্যালেন্ট শোর নতুন সংস্করণ শুরু হতে যাচ্ছে। দেশটির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ) ও এমবিসি গ্রুপের সহযোগিতায় এই শো আয়োজিত হবে।

জিইএ গ্রুপের চেয়ারম্যান তুর্কি আল-শেখ এক ঘোষণায় জানান, ‘সৌদি আইডল’ নামে নতুন এই সংস্করণের সম্প্রচার শুরু হবে চলতি বছরের শেষ দিকে।

নতুন এই শো-এর মাধ্যমে সৌদি গায়ক-গায়িকা অন্বেষণ করা হবে। অক্টোবরে চিত্রগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।

এমবিসি জানিয়েছে, এই শোর বিচারক হিসেবে থাকছেন সৌদি আরবের গায়ক আসিল আবু বকর, আরব আমিরাতের অভিনেত্রী ও গায়িকা আহলাম, সিরিয়ার গায়িকা আসালা ও সৌদি-ইরাকি সুরকার মাজিদ আল-মোহান্দিস।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।