ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জনের মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
চীনে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জনের মৃত্যু 

চীনের উত্তরপূর্বাঞ্চলের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৭ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৩ জন।

 

বুধবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।   

চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে জানানো হয়, উত্তরপূর্বাঞ্চলের চ্যাংচুন শহরের একটি রেস্তোরাঁয় স্থানীয় সময় বেলা ১২টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় দুর্ঘটনাস্থল থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।

বিবৃতিতে বলা হয়, অগ্নিকাণ্ডে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সহজ ভবন নির্মাণ আইন ও ব্যাপক অননুমোদিত নির্মাণের কারণে চীনে প্রায়শই মারাত্মক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
ইআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।