ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমতীরে ইসরায়েলি অভিযানে ৪ ফিলিস্তিনি নিহত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
পশ্চিমতীরে ইসরায়েলি অভিযানে ৪ ফিলিস্তিনি নিহত 

অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে ইসরায়েলি সেনা অভিযানে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় জেনিন শহরের শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনারা অভিযান চালায়। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।  

নিহতরা হলেন-আহমাদ আলাওনেহ, আবেদ হাজেম, মোহাম্মাদ আল-ওয়ান্নেহ। তবে চতুর্থ নিহত ব্যক্তির নাম জানায়নি ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।  
 
ফিলিস্তিনের সশস্ত্র দল আল-আকসা  মারটায়ার্স ব্রিগেড জানিয়েছে, ইসরায়েলি হামলায় তাদের তিন সদস্য নিহত হয়েছেন।  

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আহমাদ আলাওনেহ ফিলিস্তিনের গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করতেন। আবেদ হাজেম ও মোহাম্মাদ আল-ওয়ান্নেহ ইসরায়েলি ক্ষেপণাস্তের আঘাতে মারা যান। আবেদ গত এপ্রিলে তেল আবিবে ইসরায়েলি পুলিশের ওপর হামলা চালানো রাদ হাজেমের ভাই।  

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক হামলার সঙ্গে জড়িত দুই সন্দেহভাজনকে গুলি করে হত্যা করা হয়েছে।  

চলতি বছর ইসরায়লেই বাহিনীর হাতে এখন পর্যন্ত ১৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।