ঢাকা: হজ প্যাকেজ-২০২৩ বিষয়ে সিদ্ধান্ত নিতে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা হবে বুধবার (৩১ জানুয়ারি)।
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে দুপুরে এই সভা হবে।
মন্ত্রণালয় জানায়, চলতি মৌসুমে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে সৌদি আরব যেতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজ পালনের অনুমতি পাবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
এমআইএইচ/এমএমজেড