ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

নবজাতক শিশুর জন্য যেভাবে দোয়া করবেন

ইসলাম ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
নবজাতক শিশুর জন্য যেভাবে দোয়া করবেন

হাসান বসরি (রহ.) শিশুসন্তান ও তার বাবার জন্য একটি দোয়া করতেন। প্রসিদ্ধ দোয়াটি বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে।

তা হলো-
«بَارَكَ اللَّهُ لَكَ فِي الْمَوْهُوبِ لَكَ، وَشَكَرْتَ الْوَاهِبَ، وَبَلَغَ أَشُدَّهُ، وَرُزِقْتَ بِرَّهُ»

উচ্চারণ : বারাকাল্লাহু লাকা ফিল মাউহুবি লাক, ওয়া শাকারতাল ওয়াহিবা, ওয়া বালাগা আশুদ্দাহু, ওয়া রুযিকতা বিররাহু।

অর্থ : আল্লাহ আপনাকে যা দিয়েছেন তাতে আপনার জন্য বরকত দিন।

আপনি সন্তান দানকারীর কৃতজ্ঞতা আদায় করুন। সন্তানটি পরিপূর্ণ বয়সে পদার্পণ করুক। এবং আপনি তার সদ্ব্যবহার লাভ করুন।
কেউ এমন অভিনন্দন জানালে এর জবাবে বলবে-
«بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ، وَجَزَاكَ اللَّهُ خَيْراً، وَرَزَقَكَ اللَّهُ مِثْلَهُ، وَأَجْزَلَ ثَوَابَكَ»

উচ্চারণ : বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা, ওয়া জাযাকাল্লাহু খাইরান, ওয়া রাযাকাকাল্লাহু মিসলাহু, ওয়া আজযালা সাওয়াবাকা।

অর্থ : আল্লাহ আপনাকে বরকত দিন। আপনার ওপর বরকত দান করুন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। এবং আপনাকেও অনুরূপ দিন এবং আপনার সওয়াব বহুগুণ বৃদ্ধি করুন। (আল-আজকার লিননববি, পৃষ্ঠা : ৩৪৯; তুহফাতুল মাওলুদ, পৃষ্ঠা : ২৯)

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।