ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

আরব আমিরাতে কোরআন হেফজ প্রতিযোগিতা শুরু

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
আরব আমিরাতে কোরআন হেফজ প্রতিযোগিতা শুরু ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে ‘আল মামজার’ (Al Mamzar) অঞ্চলে দুবাই পুরস্কার নামক আন্তর্জাতিক কোরআন ইন্সটিটিউটের নতুন সদর দপ্তরে ‘আশ শেইখাতুল হিন্দ বিনতে মাকতুম’ শিরোনামে ১৬তম কোরআন হেফজ প্রতিযোগিতার শুরু হয়েছে।

দুবাই শাসকের সাংস্কৃতিক এবং মানবিক বিষয়ক উপদেষ্টা এবং দুবাই পুরস্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার চেয়ারম্যান ইবরাহিম বুমালহা ২২ ফেব্রুয়ারি রবিবার ১৬তম কোরআন প্রতিযোগিতার উদ্বোধন করেন।



প্রতিযোগিতার বিচারক প্যানেলের চেয়ারম্যান হলেন আহমেদ মুহাম্মাদ আল আহদেল।

এ প্রতিযোগিতায় নারী এবং পুরুষ প্রতিযোগীরা অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার প্রথম দিনে অালাদাভাবে ৯ জন করে ছেলে ও মেয়ে অংশগ্রহণ করে।

প্রতিযোগিতাটি মার্চ মাসের প্রথম সপ্তাহে শেষ হবে। প্রতিযোগিতায় উত্তীর্ণদের জন্য আকর্ষণীয় ও মূল্যবান পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘন্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।