ইসলামের কাছে পাপ ঘৃণ্য জিনিস। কিন্তু ভুলে ভরা পাপী-তাপীর জন্য ইসলাম বড়ই ব্যথিত ও মর্মাহত।
কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদে আজম আল্লামা অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্ল¬াহ্ আহমদী শুক্রবার (১৩ মার্চ) পবিত্র ঈদে মিলাদুন্নবী উদ্যাপন উপলক্ষে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ নোয়াজিষপুর দলইনগর শাখার উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিপথগামীদেরকে ঘৃণাভরে দূরে ঠেলে দিলে তারা আরও বেপরোয়া ও বিপদগ্রস্থ হবে। তাদেরকে আধ্যাত্মিক চেতনায় জাগরিত করতে হবে। কেননা তরিক্বত চর্চায় আধ্যাত্মিক কর্মকান্ডের জ্যোতিতে সুষ্ঠু মন-মানসিকতা গড়ে ওঠে। আর তা গড়ে তুলতে পারলে যুবকদের চিন্তা-চেতনায় সততা ও মানবিকতার উদ্ভব ঘটবে। যা এ সময়ে বেশি প্রয়োজন।
ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সরোয়ার্দী সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অতিথি ছিলেন প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর, উপাধ্যক্ষ আল্লামা জাফর আহমদ ছিদ্দিকী, উপাধ্যক্ষ সাইফুল ইসলাম, অধ্যাপক মুহাম্মদ তসলিম উদ্দীন, অধ্যাপক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, অধ্যাপক মুহাম্মদ অলি আহাদ চৌধুরী, অধ্যাপক মুহাম্মদ নোহেল সিকদার।
মাহফিলে প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া।
মাহফিলে আরও বক্তব্য রাখেন, আল্লামা মুহাম্মদ ইবরাহিম হানফী, আল্লামা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান ও মাওলানা মুহাম্মদ শাহজাহান নোমান প্রমুখ।
মাহফিল শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘন্টা, মার্চ ১৪, ২০১৫