ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

চট্টগ্রামে তরিক্বত কনফারেন্স সম্পন্ন

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
চট্টগ্রামে তরিক্বত কনফারেন্স সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম বায়েজিদস্থ গাউছুল আজম সিটিতে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্স ময়দানে অরাজনৈতিক তরিক্বতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের আয়োজনে তরিক্বত কনফারেন্স সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।  

আজ শনিবার (২৮ মার্চ) দুপুর থেকে শুরু হওয়া কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন আল্লামা অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী।



কনফারেন্স উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানের উদ্দেশ্যে প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, তরিক্বত অনুশীলনের মাধ্যমে ব্যক্তি চরিত্রের সংশোধন ঘটে এবং মানবীয় গুণাবলীর বিকাশ ঘটে। ফলে সামাজিক নিরাপত্তা, শৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠিত হয়। সুতরাং সবাইকে তরিক্বতের শিক্ষা নিয়ে জীবন পরিচালনা করতে হবে।

প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ সভাপতি আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন, সিএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল জলিল মন্ডল, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের মহাসচিব আল্লামা শাব্বীর আহমদ মোমতাজী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম তালুকদার, ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফরিদ উদ্দীন আহম্মদ চৌধুরি, মদিনা ট্যানারিজের আলহাজ্ব আবু আহমদ, এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের আলহাজ্ব মোহাম্মদ নেজাম উদ্দিন।

কনফারেন্সে প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহিম হানফি, আল্লামা কাজী আনোয়ারুল আলম ছিদ্দিকী, উপাধ্যক্ষ বদিউল আলম আহমদী, আল্লামা মোহাম্মদ আশেকুর রহমান, আল্লামা এমদাদুল হক মুনিরী, আল্লামা সেকান্দর আলী ও আল্লামা মুহাম্মদ ফোরকান।

কনফারেন্সে দেশ-বিদেশ থেকে কাগতিয়ার গাউছুল আজমের অগণিত অনুসারী, ভক্ত ও তরিক্বতপন্থীরা উপস্থিত ছিল।

কনফারেন্স শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘন্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।