মিশরে অনুষ্ঠিত ২২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় উত্তীর্ণদের নাম ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতার চতুর্থ বিভাগ তথা ৮ পারা কোরআন হেফজ বিভাগে বাংলাদেশের প্রতিনিধি ‘হাফেজ মুহাম্মদ মুহিব্বুল্লাহ’ শীর্ষস্থানের অধিকারী হয়েছেন।
মিশরের রাজধানী কায়রোয় ২৩ এপ্রিল, বৃহস্পতিবার ২২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাফেজ মুহিব্বুল্লাহ ঢাকার রায়েরবাগের উবাই ইবনে কাব ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে। পিতা মাওলানা সুলতান আহমদ সিরাজদিখান মসজিদের ইমাম। আর হাফেজ নাহিয়ান কাওসারের বাড়ি বাগেরহাট। সে যাত্রাবাড়ীর তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র । তার পিতা মাওলানা মাহবুবুর রহমান ধানমন্ডির একটি মসজিদের ইমাম।
মুহিব্বুল্লাহ চতুর্থ বিভাগে ৮ পারা (২৩ থেকে ৩০ পারা) কোরআন হেফজ বিভাগে শীর্ষস্থানের অধিকারী হয়েছেন।
মিশরে অনুষ্ঠিত ২২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা বিশ্বের ৭০টি দেশের ১০০ জনের অধিক প্রতিনিধি অংশ নেয়।
আন্তর্জাতিক মানের এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিখ্যাত ৮ জন ক্বারী।
প্রতিযোগিতায় উত্তীর্ণদের আগামী রমজান মাসে মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ সিসির উপস্থিতিতে পুরস্কার প্রদান করা হবে।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এমএ