আজ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। সৌদি আরবে আজ জিলকদ মাসের ২৯ তারিখ।
সৌদি আরবের সুপ্রিম কোর্ট আজ রোববার (১৩ সেপ্টেম্বর) মাগরিবের পর খালি চোখে চাঁদ দেখলে নিকটস্থ কোর্টে জানানোর জন্য আহ্বান জানিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সময়ের পার্থক্য ৩ ঘণ্টার মতো। সে হিসেবে বাংলাদেশ সময় রাত ৯টার পর জানা যাবে সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ উঠেছে কি-না।
চাঁদের হিসাব অনুযায়ী আরবি মাস ২৯ বা ৩০ দিন হয়ে থাকে। সে হিসেবে আজ সৌদির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আগামী ২২ সেপ্টেম্বর পবিত্র হজ ও ২৩ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
আর আজ চাঁদ দেখা না গেলে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে। তাহলে ২৩ সেপ্টেম্বর পবিত্র হজ ও ২৪ সেপ্টেম্বর ঈদুল আজহা পালিত হবে।
সৌদি আরবের সুপ্রিম কোর্ট চাঁদ দেখা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। সুপ্রিম কোর্ট দেশটির প্রত্যন্ত অঞ্চলে চাঁদ দেখার বিষয়ে বিভিন্ন কমিটি নিয়োগ দিয়েছে। তাদের পাঠানো তথ্য মতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘন্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এমএ/