কাবা শরিফের গিলাফ পরিবর্তনের কাজটি অতি সম্মানের কাজ হিসেবে ইসলামের পূর্ব যুগ থেকেই বিবেচিত হয়ে আসছে। বছরে একবার এ পবিত্র ঘরের গিলাফ পরিবর্তন করা হয়।
এবারের নতুন গিলাফটি তৈরি করতে ১২০ কেজি স্বর্ণ, ৭শত কেজি রেশম সূতা ও ২৫ কেজি রূপা লেগেছে। গিলাফটির দৈর্ঘ্য ১৪ মিটার এবং প্রস্থ ৪৪মিটার। গিলাফটির সেলাই কাজে অংশ নিয়েছে দেড় শতাধিক অভিজ্ঞ দর্জি।
মক্কা শরিফের উম্মুল জুদ এলাকায় অবস্থিত কাবার গিলাফ তৈরির জন্য বিশেষভাবে প্রতিষ্ঠিত ফ্যাক্টরিতে এই গিলাফটি তৈরি করা হয়েছে।
পুরনো গিলাফটি কেটে টুকরো টুকরো করে বিভিন্ন মুসলিম রাষ্ট্র ও সংস্থাকে উপহার হিসেবে প্রদান করা হয়।
কাবার গিলাফ পরিবর্তনের দৃশ্য দেখুন ভিডিওতে
বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এমএ
** আজ পবিত্র হজ