মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক সাইয়্যেদ হোসেন নাসিরের তত্ত্বাবধানে আমেরিকার মুসলিম স্কলারদের একটি দল ইংরেজি ভাষায় পবিত্র কোরআনে কারিমের একটি নতুন অনুবাদ ও তাফসির প্রকাশ করেছেন।
বিশ্বের ইংরেজি ভাষাভাষী বৃহৎ জনগোষ্ঠীর সুবিধার কথা মাথায় রেখে আমেরিকার মুসলিম শিক্ষাবিদদের দলটি এ অনুবাদ ও তাফসির প্রকাশের উদ্যোগ নেয়।
পবিত্র কোরআনে কারিমকে গভীরভাবে বোঝা এবং কোরআনের জ্ঞান বিকশিত করার ক্ষেত্রে ইংরেজিতে অনূদিত এ কোরআন উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
নতুন এই তাফসির প্রকাশ প্রসঙ্গে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষকরা বলেছেন, ইংরেজিতে পবিত্র কোরআনের একটি নতুন অনুবাদ ও তাফসির প্রকাশ করার প্রধান উদ্দেশ্য হচ্ছে, পবিত্র কোরআনকে গভীরভাবে বোঝা এবং তার জ্ঞান বিকশিত করা।
অনূদিত এ তাফসিরের নাম দেয়া হয়েছে The Study Quran। এর মাধ্যমে ইংরেজি ভাষার মানুষরা পবিত্র কোরআন ও দ্বীন ইসলামের প্রয়োজনীয় শিক্ষা অর্জন করতে পারবে।
পবিত্র কোরআনের এই নতুন অনুবাদ ও তাফসিরটি ২০০০ পৃষ্ঠার এবং তা চলতি নভেম্বরের শেষ নাগাদ বাজারে পাওয়া যাবে।
অধ্যাপক ড. হোসাইন নাসর এর নেতৃত্বে এ অনুবাদ ও তাফসির কাজ সম্পন্ন হয়। ইংরেজিতে কোরআন অনুবাদ প্রসঙ্গে ড. নাসর বলেন, আমরা চেষ্টা করেছি তাফসিরটি সমৃদ্ধ করতে। যেন মানুষ এখান থেকে উপকৃত হতে পারে। আমাদের বিশ্বাস, এ অনুবাদটি পবিত্র কোরআন সম্পর্কে মানুষের সনাতন ধারণাকে পরিবর্তন করবে।
পবিত্র কোরআনে কারিমে এই অনুবাদ এবং তাফসিরটি প্রকাশ করতে কয়েক বছর সময় লেগেছে।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এমএ/