ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

শরীয়তপুরে ৩ দিনের ইজতেমা সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
শরীয়তপুরে ৩ দিনের ইজতেমা সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শরীয়তপুর: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে শরীয়তপুর সদর উপজেলার রাজগঞ্জ বাজার সংলগ্ন কীর্তিনাশা নদীর তীরে তিন দিনের আঞ্চলিক ইজতেমা।
 
শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে ইজতেমার।



আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে জেলা ও পাশের জেলাগুলো থেকে হাজার হাজার মুসল্লি ইজতেমা মাঠ ও আশপাশে এসে অবস্থান নেয়।

আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের তাবলীগ জামায়াতের মুরব্বি হজরত মাওলানা ওমর ফারুক।

ইজতেমা উপলক্ষে তিন স্তরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ ও র‌্যাব। ১৪০ জন পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি তাবলীগ জামাতের ৫০০ মুসল্লি নিরাপত্তার কাজে প্রশাসনকে সহায়তা করতে ও মুসল্লিদের নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।