ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

ইস্তাম্বুলে কোরআনের প্রাচীন পাণ্ডুলিপি প্রদর্শন

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
ইস্তাম্বুলে কোরআনের প্রাচীন পাণ্ডুলিপি প্রদর্শন

তুরস্কের ইস্তাম্বুল শহরের ইসলামিক আর্টস মিউজিয়ামে (Islamic Arts Museum) পবিত্র কোরআনের প্রাচীন পাণ্ডুলিপির প্রদর্শনী চলছে। প্রদর্শনীতে ব্যাপক লোক সমাগম হচ্ছে।

বিশেষ করে বিদেশিদের উপস্থিতি চোখে পড়ার মতো।

প্রদর্শনীতে পবিত্র কোরআনে কারিমের প্রাচীন পাণ্ডুলিপিসহ অন্যান্য হস্ত লিখিত কিছু গ্রন্থ রয়েছে।

শনিবার (৫ মার্চ) প্রদর্শনীটি শুরু হয়েছে। প্রদর্শনীটি একাধারে দুই মাস চলে ১০ মে শেষ হবে।

শনিবার তুরস্কের ধর্মীয় সংস্থার প্রধান প্রফেসর মিহমান গুমায প্রদর্শনীর উদ্বোধন করেছেন।

‘কুফি বর্ণমালায় হস্তলিখিত আসমানি গ্রন্থ’ শিরোনামে চলা প্রদর্শনীতে পবিত্র কোরআনে কারিমের প্রায় ১৫০টি প্রাচীন পাণ্ডুলিপি দর্শনার্থীদের প্রদর্শনের জন্য রাখা হয়েছে।

প্রদর্শিত কোরআন শরিফসমূহের মাঝে কিছু কয়েকটি কপি ইসলামের প্রথম যুগের। আর বাকী কপিগুলো ইরাক, ইরান, মিসর থেকে সংগ্রহ করা হয়েছে। রয়েছে মামলুক এবং অটোম্যান আমলেরও কয়েকটি কপি।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।