ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

মালয়েশিয়ায় হালাল মেলায় অংশ নিচ্ছে অমুসলিম দেশও

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
মালয়েশিয়ায় হালাল মেলায় অংশ নিচ্ছে অমুসলিম দেশও

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে ১৩তম আন্তর্জাতিক হালাল শিল্প প্রদর্শনী। কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে ৩০ মার্চ এর উদ্বোধন করেন মালয়েশিয়ার বৈদেশিক বাণিজ্য ও শিল্পমন্ত্রী মুস্তফা মুহাম্মদ।

বিশ্বের ২৯টি দেশের ৫২৮টি কোম্পানির অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এটি। ১৩তম আন্তর্জাতিক হালাল শিল্প প্রদর্শনী শনিবার (২ এপ্রিল) শেষ হবে। আয়োজকদের প্রত্যাশা, বিশ্বের ৬৭টি দেশেরও বেশি অতিথি প্রতিনিধি প্রদর্শনীটি ঘুরে দেখবেন।

হালাল শিল্প প্রদর্শনীতে রয়েছে ৬৪০টি স্টল। হালাল শুকনো খাবার, হালাল খাদ্য, হালাল সেবা, প্যাকেজিং খাদ্য সামগ্রী, ইসলামিক ইনভেস্টমেন্ট ও ব্যাংকিং সিস্টেমসহ অন্যান্য হালাল শিল্পসমূহ দর্শনার্থীদের সামনে প্রদর্শনীর জন্য উপস্থাপন করা হয়েছে।

প্রদর্শনীতে ২৫টি মুসলিম দেশের পাশাপাশি বেশ কয়েকটি অমুসলিম দেশও অংশ নিয়েছে। গতবারের তুলনায় এ হার ৮ শতাংশ বেশি। চীন ও থাইল্যান্ড এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। গত বছরের তুলনায় এ বছর চীনের অংশগ্রহণ ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্য অমুসলিম দেশগুলো হলো- ব্রাজিল, বুলগেরিয়া, ফ্রান্স, ভারত, জাপান, নিউজিল্যান্ড, রোমানিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, আমেরিকা ও ভিয়েতনাম।

মালয়েশিয়ার শিল্প ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, ১২তম আন্তর্জাতিক হালাল শিল্প প্রদর্শনীতে ১০০ কোটি ১০ লাখ ডলার বিক্রয় হয়। মালয়েশিয়া সরকারের আশা, চলতি বছরে বিক্রয়ের হার ২ থেকে ৩ গুণ বৃদ্ধি পাবে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।