ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

মালয়েশিয়ায় প্রথম কোরআনিক রেডিও চালু

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জুন ৮, ২০১৬
মালয়েশিয়ায় প্রথম কোরআনিক রেডিও চালু

মালয়েশিয়ার একটি ইসলামি সংগঠনে উদ্যোগে ‘নুর আল কোরআন রেডিও' নামক প্রথম কোরআনিক রেডিও'র কার্যক্রম শুরু হয়েছে।

সংগঠনের সভাপতি মোহাম্মাদ আজিমি আবদুল হামিদ মঙ্গলবার (৭ জুন) এ সংক্রান্ত একটি ঘোষণা দিয়েছেন।

ওই ঘোষণায় বলা হয়, পবিত্র কোরআনের নুরের বরকতে রেডিওটি কোরআনের আলোকে জীবন পরিচালনার পদ্ধতি সম্পর্কে অনুষ্ঠানমালা সম্প্রচার করা হবে।

তিনি বলেন, পরীক্ষামূলক সম্প্রচার ছাড়াই নুর আল কোরআন রেডিও ইন্টারনেটে সম্প্রচার করা হচ্ছে।

www.radionurulquran.com ওয়েবসাইটে সম্প্রচার করা হচ্ছে।

আবদুল হামিদ বলেন, যে সব মানুষ কোরআন তেলাওয়াত শিখছেন এবং কোরআন হেফজ করেছেন তাদের সুবিধার জন্য উক্ত এ রেডিওর অনুষ্ঠানমালা ২৪ ঘণ্টা সম্প্রচার করা হবে। রেডিওটিতে কোরআনের আলোকে অনুষ্ঠান ছাড়া অন্য কোনো অনুষ্ঠান সম্প্রচারিত হবে না।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুন ০৮, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।