ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

মাওলানা মুহিউদ্দীন খান স্মরণে আলোচনা সভা

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
মাওলানা মুহিউদ্দীন খান স্মরণে আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় প্রেসক্লাবে চলছে মাসিক মদীনার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খান স্মরণে আলোচনা সভা। এতে দেশের শীর্ষ স্থানীয় আলেম ও ইসলামি স্কলাররা উপস্থিত রয়েছেন।

শনিবার (৩০ জুলাই) বিকেলে ইসলামি পত্রিকা পরিষদ বাংলাদেশের আয়োজনে এ স্মরণসভা শুরু হয়।

‘মাওলানা মুহিউদ্দীন খান (রহ.)-এর দ্বীনী দাওয়াত ও সাহিত্য-সাংবাদিকতা’ বিষয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত রয়েছেন- পত্রিকা পরিষদের সেক্রেটারি ড. ইসমাঈল হোসাইন, অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন, মাওলানা আব্দুল লতিফ নেজামী, অধ্যাপক আহমদ আব্দুল কাদের, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা ঈসা শাহেদী, মাওলানা আজিজুল হক মুরাদ, মোস্তফা মুঈনুদ্দীন খান, মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরিদী, শায়খ মুফতি উসমান গনি, এম আতিকুল হক, মুহাম্মদ সিদ্দীক ও মাওলানা আবু দাউদ মো. জাকারিয়া প্রমুখ।

ইসলামি পত্রিকা পরিষদের সভাপতি ও মাসিক আদর্শ নারী পত্রিকার সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী এ অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
এমএইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।