ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

তিন স্বর্ণজয়ী ব্রিটিশ মুসলিম অ্যাথলেট ফারাহর সাফল্যের রহস্য

মুফতি এনায়েতুল্লাহ, বিভাগীয় সম্পাদক, ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
তিন স্বর্ণজয়ী ব্রিটিশ মুসলিম অ্যাথলেট ফারাহর সাফল্যের রহস্য

ব্রিটেনের সবচেয়ে সুপরিচিত ব্রিটিশ মুসলিম ক্রীড়াবিদ মো. ফারাহ। ২৩ মার্চ ১৯৮৩ সালে জন্ম নেওয়া এই দৌঁড়বিদ ইতোপূর্বে ২০১২ অলিম্পিকে ৫ হাজার মিটার ও ১০ হাজার মিটার দৌড় ক্যাটাগরিতে দু’টি স্বর্ণ পদক জিতেছেন।

এবার কিছু একটা করার দৃঢ় ইচ্ছা মনে রেখে ব্রাজিলের বিমান ধরেন। করেও দেখালেন। বিষয়টা এমন, এলেন আর জয় করলেন।

তবে কাজটি ৪ সন্তানের পিতা মো. ফারাহর জন্য সহজ ছিলো না। এবার দৌড়ের শুরুতে আমেরিকান প্রতিদ্বন্দ্বী গ্যালান রাপ ল্যাং মেরে ফেলে দিলেও আশাহত হয়ে হাল ছাড়েননি তিনি, মাটি থেকে উঠে ফের দৌড় লাগান। কব্জা করে নেন ১০ হাজার মিটার দৌড়ের স্বর্ণ।

৫ হাজার আর ১০ হাজার মিটার দৌড়ে চ্যাম্পিয়ন ফারাহ এখন তিনটি স্বর্ণজেতা একমাত্র ব্রিটিশ মুসলিম দৌড়বিদ। স্বর্ণ জেতার পর আবেগে কেঁদে ফেলেন এবং মহান আল্লাহতায়ালার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ট্র্যাকেই সিজদায় নত হন এই ক্রীড়াবিদ।

দৌড়ের সময় পড়ে যাওয়ার প্রসঙ্গে ফারাহ জানান, ‘আমি আবেগাক্রান্ত হয়ে পড়েছিলাম। কারণ আপনি এত পরিশ্রম করার পর এক মুহূর্তে সেটা চলে গেল! কিন্তু বিশ্বাস রেখেছিলাম, আমাকে এটা শেষ করতেই হবে এবং নিজের ওপর বিশ্বাস রাখায় সেটি পেরেছি। ’

বিশ্বাস মো. ফারাহকে রাখতেই হয়। কারণ, তিনি রিও অলিম্পিকে অংশ নেওয়ার কয়েকদিন আগে এক সাক্ষাতকারে বলেছিলেন, ‘সৃষ্টিকর্তার ওপর আমাদের বিশ্বাস রাখতে হবে। সবকিছুর পেছনেই কারণ থাকে। তাই নিজেকে গুটিয়ে নিলে চলবে না। মুসলিম হওয়া ও বিশ্বাস রাখার জন্য অনেক কিছু করতে নিজের মতো ভাবি ও চাঙ্গা হই। পবিত্র কোরআনেও বলা হয়েছে, যে কোনো কিছু করতে হলে অবশ্যই পরিশ্রমী হতে হবে। তাই আমি প্রশিক্ষণে পরিশ্রম করি। এর মাধ্যমেই সাফল্য আসে। রাতারাতি কিছু অর্জন করা যায় না। এজন্য দরকার পরিশ্রম ও নিজের ওপর বিশ্বাস রাখা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি সাধারণত দৌড়ের আগে প্রার্থনা করি এবং কোরঅান-হাদিসে বর্ণিত বিভিন্ন দোয়া পড়ি। ’

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।