ঢাকা: বাংলাদেশের আকাশে কোথাও ১৪৩৮ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। যে কারণে আগামী ১৩ ডিসেম্বর (মঙ্গলবার) সারাদেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।
বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।
এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকির আহমেদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের আকাশে চাঁদ দেখা না যাওয়ায় রবিউল আউয়াল মাস শুরু হবে আগামী ২ ডিসেম্বর (শুক্রবার) থেকে। যে কারণে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হবে আগামী ১৩ ডিসেম্বর।
সভায় প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ নুরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. সাইদুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মো. শাখাওয়াত হোসেন, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মো. আবদুর রহমান, স্পারসোর সিএসও মো. শাহ আলম, ধর্ম সচিবের একান্ত সচিব মো. গোলাম মওলা, ওয়াকফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুফতি এহসানুল হক, চকবাজার শাহী জামে মসজিদের খদিব মুফতি শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এটি