ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ইজতেমার মুসল্লিদের চিকিৎসা সেবায় ভ্রাম্যমাণ ক্লিনিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
ইজতেমার মুসল্লিদের চিকিৎসা সেবায় ভ্রাম্যমাণ ক্লিনিক ইজতেমার মুসল্লিদের চিকিৎসা সেবায় ভ্রাম্যমাণ ক্লিনিক/ছবি-সুমন শেখ

টঙ্গী ইজতেমা থেকে: গাজীপুরের টঙ্গী তুরাগ নদের পাড়ে চলছে বিশ্ব ইজতেমা (২য় দিন)। ইজতেমায় আগত মুসল্লিদের চিকিৎসা সেবার আওতায় স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে টঙ্গী গণস্বাস্থ্য হাসপাতালের ভ্রাম্যমাণ ক্লিনিক।

এ ক্লিনিকে যেকোনো রোগী ১০ টাকার টিকিট নিয়ে ব্লাড প্রেসার, ওজন মাপতে পারবেন। এছাড়া একই টিকিটে পাচ্ছেন ডাক্তার দেখানোর সুযোগ ও প্রেসক্রিপশন।


অ্যাম্বুলেন্সে বসেই ডাক্তার করছেন প্রাথমিক পরীক্ষা। রোগীরা ভ্রাম্যমাণ ক্লিনিকের ওষুধে পাচ্ছেন ৫০ শতাংশ ছাড়।

ভ্রাম্যমাণ ক্লিনিকের ডা. মেহেদি হাসান বিলাস বাংলানিউজকে বলেন, ইজতেমায় আমাদের দু'টি টিম (১২ জানুয়ারি) শুক্রবার থেকে কাজ করছে। আগত মুসল্লিরা যেন শারীরিক কোনো সমস্যায় না পড়ে, তার জন্য কাজ করছি। এ চিকিৎসা সেবা ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানান তিনি।

মেহেদি হাসান জানান, ভ্রাম্যমাণ ক্লিনিকে প্রতিদিন দুইশ’ থেকে ২৫০ জন মানুষের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

তবে সেখানে অনেকে হুজুগে পড়ে ডাক্তার দেখাচ্ছেন। তাদেরই একজন মো. ছবদুল আলী। বয়স ৬৫। তিনি ১০ টাকার টিকিট কিনে ডাক্তার দেখিয়েছেন। ওষুধ লিখেছেন একশ টাকা। অথচ তিনি কোনো সমস্যার কথা বলতে পারেন নি।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭

এএম/এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।