বাংলাদেশের সবচেয়ে বড় ও প্রাচীন ইসলামি শিক্ষাকেন্দ্র চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা থেকে ২০১৫-২০১৫ শিক্ষাবর্ষে উত্তীর্ণ আড়াই হাজার তরুণ আলেমের মাঝে শুক্রবার (২৭ জানুয়ারি) সম্মানসূচক পাগড়ি প্রদান করা হবে।
পাগড়ি প্রদান অনুষ্ঠানে সমকালীন মুসলিম বিশ্ব পরিস্থিতি ও ইসলামের সার্বিক বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করে দেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখরা কোরআন-হাদিসের আলোকে বক্তব্য রাখবেন।
মাহফিলে দেশ ও জাতির উদ্দেশে বিশেষ হেদায়েতি বক্তব্য ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন হাটহাজারি মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি।
সম্মেলনে অংশগ্রহণের জন্য ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার উলামা-মাশায়েখ ও ধর্মপ্রাণ মুসুল্লি মাদরাসা এসে উপস্থিত হয়েছেন।
পাগড়ি প্রদান অনুষ্ঠান উপলক্ষে হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ শফি এক বিবৃতিতে দেশের সর্বস্তরের মুসলিম জনসাধারণের প্রতি বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন। সম্মেলনের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্যও সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন।
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এমএইউ/