এ রাজ্যে রমজান মাসের পবিত্রতা রক্ষা না করলে এবং কোনো মহিলাকে উত্যক্ত করলেও শাস্তির বিধান রয়েছে বহু আগে থেকেই।
সেই তেরেঙ্গানু (Terengganu) রাজ্য সরকার ইসলাম ও কোরআন বিষয়ে উচ্চ শিক্ষা এবং গবেষণা আরও সমৃদ্ধ করার লক্ষে একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বিবেচনা করছে।
তেরেঙ্গানু রাজ্যের শিক্ষা-প্রশিক্ষণ ও প্রযুক্তি বিষয়ক পরিষদের প্রধান লাতিফা আওয়াঙ রোববার (৫ ফেব্রুয়ারি) এ ঘোষণা দেন।
তিনি বলেন, তেরেঙ্গানু সরকারের উর্ধ্বতন কর্মকর্তা এবং ফেডারেল সরকারের কর্মকর্তাদের মাঝে কোরআনভিত্তিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা চলছে। আশা করছি, খুব শিগগিরই একটি সিদ্ধান্ত বেরিয়ে আসবে।
লাতিফা আওয়াঙ আরও বলেন, আমরা আশাবাদী যে- তেরেঙ্গানু প্রদেশ অদূর ভবিষ্যতে একটি জ্ঞানচর্চার শহরে পরিণত হবে এবং এখানকার শিক্ষার্থীরা কোরআন ও ইসলামি জ্ঞানে বিশেষ পারদর্শী হবে।
প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য নাম হলো- ইমতিয়াজ। ইমতিয়াজ আরবি শব্দ। অর্থ- পার্থক্য।
তেরেঙ্গানু প্রদেশে কোরআনভিত্তিক আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ধারণা সর্বপ্রথম মালয়েশিয়ার বর্তমান উচ্চতর শিক্ষা বিষয়ক মন্ত্রী ইদ্রিস জুসু উত্থাপন করেন।
-দ্য মালয় মেইল অনলাইন অবলম্বনে
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এমএইউ/