এরই মাঝে মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের ধরিয়ে দেওয়ার জন্য ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। খবর রয়টার্সের।
তদন্তের পর প্রমাণ হয়, মসজিদের অগ্নিকাণ্ড নিজ থেকে ঘটেনি, এখানে আগুন লাগানো হয়েছে। তাই অভিযুক্তদের সম্পর্কে যারা তথ্য দেবে তাদের পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
উল্লেখ্য টেক্সাসের শহর অস্টিনের ওই মসজিদে অাগুনের প্রেক্ষিতে অনুমানিক পাঁচ লাখ ডলারের ক্ষতি হয়েছে। ইতোমধ্যেই মসজিদটির পুনর্নির্মাণে ১০ লাখ ডলারের বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে।
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এমএইউ/