ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

কাতারের মহাসড়কের পার্শ্বে ও পার্কে নামাজ আদায়ের ব্যবস্থা

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
কাতারের মহাসড়কের পার্শ্বে ও পার্কে নামাজ আদায়ের ব্যবস্থা কাতারের রাজধানী দোহার বিভিন্ন রাস্তার পার্শ্বে এবং পার্কে নামাজের এমন সুব্যবস্থায় ভ্রমণকারীরা বেশ খুশি

ভ্রমণরত মুসল্লিদের প্রথম ওয়াক্তে নামাজ আদায়ের সুবিধার্থে কাতারের বিভিন্ন মহাসড়কের পার্শ্বে ও পার্কে একটি দাতব্য সংস্থার উদ্যোগে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শায়খ থানি বিন আবদুল্লাহ ফাউন্ডেশন এমন উদ্যোগ নিয়েছে। ফাউন্ডেশনটি নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা হিসেবে মহাসড়কের বিভিন্ন ফুটপাতের পার্শ্বে ও পার্কে জায়নামাজ রেখেছে।

যেন ভ্রমণরত মুসল্লিরা প্রথম ওয়াক্তে নামাজ আদায় করে পুন‍রায় ভ্রমণ শুরু করতে পারেন।  

আর জায়নামাজগুলো সংরক্ষণের জন্য রাস্তার পার্শ্বে লোহার বাক্স বসিয়েছে। এসব বাক্সে জায়নামাজগুলো সংরক্ষণ করা হয়।  

ভ্রাম্যমান এসব নামাজের স্থানে একত্রে ৩০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন।  

রাস্তার পার্শ্বে স্থাপিত লোহার বাক্সে একটি হ্যান্ডেল রয়েছে। হ্যান্ডেলটি ঘুড়ালেই বাক্স থেকে জায়নামাজ বের হয়ে আসে। পরে নামাজ শেষ ওই হ্যান্ডেল ঘুড়িয়ে জায়নামাজ বাক্সের ভেতরে ঢুকিয়ে রাখার ব্যবস্থা রয়েছে।  

কাতারের রাজধানী দোহার বিভিন্ন রাস্তার পার্শ্বে এবং পার্কে নামাজের এমন সুব্যবস্থায় ভ্রমণকারীরা বেশ খুশি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রশংসা করতে দেখা গেছে।  

ভ্রমণের সময় প্রথম ওয়াক্তে নামাজ এবং জামাত সহকারে নামাজ আদায়ের গুরুত্বের ওপর দৃষ্টিপাত করে কর্তৃপক্ষ এই ব্যবস্থা করেছে।  

জায়নামাজ রাখার বাক্স ও জায়নামাজ রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য বেশ কিছু কর্মীও নিয়োগ করা হয়েছে।

-দোহা নিউজ অবলম্বনে

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।