ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

ইউরোপের মুসলমানদের নিয়ে কোরআন প্রতিযোগিতা

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
ইউরোপের মুসলমানদের নিয়ে কোরআন প্রতিযোগিতা কোরঅান প্রতিযোগিতাকে কেন্দ্র করে হামবুর্গ ইসলামিক সেন্টার মুসলমানদের মিলনমেলায় পরিণত হয়

ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত মুসলমানদের নিয়ে আয়োজিত কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান শেষ হয়েছে।

এবার ছিল প্রতিযোগিতার ৫ম আসর। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয় ১০ মার্চ।

উত্তর মধ্য জার্মানির বিখ্যাত শহর হামবুর্গের ইসলামিক সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতা নারী ও পুরুষদের নিয়ে আলাদা আলাদা গ্রুপ ছিল।

১২ তারিখে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এ প্রতিযোগীতা শেষ হয়।

প্রতিযোগিতায় ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী মুসলমানরা অংশগ্রহণ করেন।  

জার্মানীর মুসলিম সোসাইটি এই প্রতিযোগিতার আয়োজন করেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ডেনমার্ক, সুইডেন ও জার্মানীর বিখ্যাত কারিরা।  

সুললিত কন্ঠে আজান, সম্পূর্ণ কোরআন হেফজ, ৫ পারা কোরআন হেফজ এবং কেরাত বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই কোরঅান প্রতিযোগিতাকে কেন্দ্র করে হামবুর্গ ইসলামিক সেন্টার মুসলমানদের মিলনমেলায় পরিণত হয়।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।