২৮টি দেশের প্রতিযোগিদের পেছনে ফেলে ২য় স্থান অর্জনকারী কিশোরের নাম হাফেজ ইয়াকুব হোসাইন তাজ।
হাফেজ ইয়াকুব ঢাকার তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসার ৫ম শ্রেণির ছাত্র।
এর আগে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে হাফেজ ইয়াকুব ৯৬টি দেশের প্রতিযোগীদের মাঝে ৫ম স্থান লাভ করেন।
এই সাফল্যের জন্য আল্লাহতায়ালার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন হাফেজ ইয়াকুব আলী।
হাফেজ ইয়াকুব আলী তাজ বলেন, আমি সবার কাছে দোয়া চাই। বড় হয়ে একজন ভালো আলেম হতে চাই।
উল্লেখ্য যে, জীম টিভির প্রতিযোগিতায় বিভিন্ন দেশের ৫১ জন প্রতিযোগী অংশ নেয়। তন্মধ্যে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন ৪ জন।
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এমএইউ/