২৩তম আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতাটি এপ্রিল মাসে (২০১৭) অনুষ্ঠিত হবে। আয়োজকরা প্রায় ৭০টি দেশকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন বিশ্বখ্যাত ৮ জন কারি। প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ সিসি পুরস্কার প্রদান করবেন।
ওই প্রতিযোগিতার জন্য বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন হাফেজ আবদুল্লাহ আল মামুন। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি মিসর যাওয়ার টিকেট অর্জন করেন।
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের হিরাকান্দা গ্রামের মো. আবুল বাশারের ছেলে হাফেজ আবদুল্লাহ আল মামুন রাজধানীর যাত্রাবাড়ীস্থ আলহাজ হাফেজ কারি নাজমুল হাসান প্রতিষ্ঠিত তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদরাসার ছাত্র। এই মাদরাসার একাধিক ছাত্র দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সফলতা অর্জন করেছেন।
হাফেজ আবদুল্লাহ আল মামুন এর আগে ২০১৬ সালে দুবাইয়ে অনুষ্ঠিত ২০তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় ও ২০১৪ সালের জুলাই মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিল।
মিসরের প্রতিযোগিতায় সফলতার জন্য হাফেজ আবদুল্লাহ আল মামুন দেশবাসীর দোয়া প্রার্থী।
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
এমএইউ/