রোববার (২৬ মার্চ) মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার মিলনায়তনে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার শেষদিন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় বাছাইপর্ব প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্বে বিজয়ী তিনজনকে স্বর্ণ, রৌপ্য ও কম্পিউটারসহ ১০ জনকে আকর্ষণীয় গিফটহ্যাম্পার তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ী চট্টগ্রাম বিভাগের তারেক মনোয়ারকে স্বর্ণ পদক, খুলনা বিভাগের ওমর ফারুককে রৌপ্য পদক এবং বি-বাড়িয়া জোনের মোহাম্মদ শেখ তামিমকে কম্পিউটারসহ বিভিন্ন পুরস্কার এবং সাতটি বিভাগীয় ও তিনটি জেলা প্রতিনিধিকে অ্যাওয়ার্ড তুলে দেন অতিথিরা।
মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম ও ভারপ্রাপ্ত খতিব মুফতি মিজানুর রহমান কাসেমী, হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ কারী আবদুল হক ও সিনিয়র সহ সভাপতি হাফেজ কারী বজলুল হক, কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান কারী আবু ইউসুফ ও সেক্রেটারি মুফতি মো. মহিউদ্দীন, কারী মো. জহিরুল ইসলাম প্রমুখ।
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এমএইউ/