ফিনল্যান্ডের মোট জনসংখ্যা প্রায় ৬০ লাখ। গড়ে প্রতি বর্গকিলোমিটারে ১৬ জন বসবাস করে।
সেই ফিনল্যান্ডে মেয়ে শিশুদের জন্য সবচেয়ে জনপ্রিয় নাম হচ্ছে ফাতেমা।
এমনিতে বিদেশি ভাষা হিসেবে ফিনল্যান্ডে আরবি ভাষার অবস্থান তৃতীয়। দেশটির প্রায় ২২ হাজারেরও বেশি মানুষ আরবি ভাষায় কথা বলে।
ফিনল্যান্ডের সংবাদ বিষয়ক ওয়েবসাইট ডিজেব্রেকিং.কম (dzbreaking.com)-এ প্রকাশিত এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দেশটির মেয়ে শিশুদের জন্য নির্বাচিত নামগুলোর মধ্যে ফাতেমা রয়েছে শীর্ষে।
উল্লেখ্য, হজরত ফাতেমা (রা.) ছিলেন হজরত রাসূলুল্লাহ (সা.)-এর আদরের কন্যা। তিনি মুসলিম নারী সমাজের অনুপম উদাহরণ। তার যাপিত জীবন সব মুসলিম নারীর জন্য অনুসরণীয় আদর্শ। নবী করিম (সা.) তার সম্পর্কে বলেছেন, ফাতেমা জান্নাতি নারীদের সরদার।
হজরত ফাতেমা (রা.) প্রিয় নবী (সা.)-এর ইন্তেকালের মাত্র ৭৫ দিন পর ইন্তেকাল করেন। হজরত রাসূলুল্লাহ (সা.) মৃত্যুকালে হজরত ফাতেমা (রা.) কে লক্ষ্য করে বলেছিলেন, ‘আমার পরে আমার বংশ থেকে তুমিই সর্বপ্রথম আমার কাছে আসবে (তথা দুনিয়া থেকে বিদায় নেবে)। ’ –সহিহ বোখারি
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এমএইউ/