ইজতেমায় দেশ-বিদেশের শীর্ষ আলেমরা অংশগ্রহণ করবেন এবং গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।
মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের অফিস সম্পাদক মাওলানা মাসরুর হাসানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।
মজলিসে দাওয়াতুল হক মহানবী (সা.)-এর জীবন, আদর্শ ও সুন্নত চর্চার একটি বিশেষ কেন্দ্র। এর মাধ্যমে দেশব্যাপী সাধারণ মানুষকে আজান, ইকামত, নামাজ, অজু ও জানাজায় সুন্নতের ব্যবহারিক প্রয়োগ-পদ্ধতি শেখানো হয়।
দিনব্যাপী ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
মোনাজাত পরিচালনা করবেন মজলিসে দাওয়াতুল হকের আমির, গুলশান আজাদ মসজিদের খতিব ও যাত্রাবাড়ী মাদরাসার মহাপরিচালক মহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।
ইজতেমায় আলেম-উলামা ও দেশবাসীকে অংশগ্রহণের জন্য বিশেষভাবে আহবান করা হয়েছে।
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এমএইউ/