ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

শনিবার দাওয়াতুল হকের ইজতেমা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
শনিবার দাওয়াতুল হকের ইজতেমা যাত্রাবাড়ীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ায় দাওয়াতুল হকের কেন্দ্রীয় ইজতেমা অনুষ্ঠিত হবে

শনিবার (২ ডিসেম্বর) যাত্রাবাড়ীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ায় (যাত্রাবাড়ী বড় মাদরাসা) ২৩তম কেন্দ্রীয় ইজতেমা অনুষ্ঠিত হবে।

ইজতেমায় দেশ-বিদেশের শীর্ষ আলেমরা অংশগ্রহণ করবেন এবং গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।  

মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের অফিস সম্পাদক মাওলানা মাসরুর হাসানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

 

মজলিসে দাওয়াতুল হক মহানবী (সা.)-এর জীবন, আদর্শ ও সুন্নত চর্চার একটি বিশেষ কেন্দ্র। এর মাধ্যমে দেশব্যাপী সাধারণ মানুষকে আজান, ইকামত, নামাজ, অজু ও জানাজায় সুন্নতের ব্যবহারিক প্রয়োগ-পদ্ধতি শেখানো হয়।  

দিনব্যাপী ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।  

মোনাজাত পরিচালনা করবেন মজলিসে দাওয়াতুল হকের আমির, গুলশান আজাদ মসজিদের খতিব ও যাত্রাবাড়ী মাদরাসার মহাপরিচালক মহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।  

ইজতেমায় আলেম-উলামা ও দেশবাসীকে অংশগ্রহণের জন্য বিশেষভাবে আহবান করা হয়েছে।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।