ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

মৌলভীবাজারে আঞ্চলিক ইজতেমা শুরু ২৫ জানুয়ারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
মৌলভীবাজারে আঞ্চলিক ইজতেমা শুরু ২৫ জানুয়ারি

মৌলভীবাজার: মৌলভীবাজারে প্রথমবারের মত তিন দিনব্যাপী তাবলিগ জামাতের আঞ্চলিক ইজতেমা শুরু হচ্ছে ২৫ জানুয়ারি। 

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজারের প্রস্তাবিত উপশহরে ইজতেমার প্রস্তুতি কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার শাহ জালাল, জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, জেলার শীর্ষ আলেম মুফতি রশিদ আহমদ ফারুক শায়েখে বর্ণভী প্রমুখ।

 

জহরতলীর জগন্নাথপুরে প্রস্তাবিত উপশহরে প্রায় ৪০ একর জায়গায় ইজতেমার প্যান্ডেল নির্মাণ করা হবে। এতে ৫ লক্ষাধিক মানুষ অংশ নিতে পারবেন। এছাড়া বিভিন্ন দেশ থেকে বিদেশি মুসল্লিরাও ইজতেমায় অংশ নেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।