ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ইসলাম

মেহেরপুরে আঞ্চলিক ইজতেমা চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
মেহেরপুরে আঞ্চলিক ইজতেমা চলছে মেহেরপুরে আঞ্চলিক ইজতেমা চলছে

মেহেরপুর: মেহেরপুর সরকারি কলেজ মাঠে চলছে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যে দিয়ে এবারের আঞ্চলিক ইজতেমা শুরু হয়।

ইজতেমা পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্তরা জানান, শনিবার (২৩ ডিসেম্বর) আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে ইজতেমা শেষ হবে।

ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা মাঠে এসেছেন। ইজতেমা পরিচালনা কমিটির আশা এবারের ইজতেমায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হবেন।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।