ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সকাল ১১টায় এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় বেসরকারি হজ এজেন্সি, ব্যাংক কর্মকর্তা ও হজসেবা সংশ্লিষ্টদের হজের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে।
সোমবার ধর্ম মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট হজ এজেন্সি, ব্যাংক কর্মকর্তা (ইউজার) ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ইউজারদের জন্য আয়োজিত এই প্রশিক্ষণে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাবেন। সম্প্রতি ধর্মমন্ত্রীর নেতৃত্বে সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সম্পাদিত হয়।
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এমএইউ/