উপহারের তালিকায় ফুল অন্যতম। আর উপহার হিসেবে ফুলের আদান-প্রদান করা যায়- খুব সহজেই।
উপহারতো মানুষ তাকেই দেয, যে যাকে ভালোবাসে, স্নেহ করে কিংবা শ্রদ্ধা-সম্মান করে। উপহার হিসেবে দিলে দু’টি সুন্নত আদায় হয়।
এক. হাদিয়া বা উপহার দেওয়ার সুন্নত। দুই. ফুল দেওয়া সুন্নত।
তাই স্বামী-স্ত্রী পরস্পরে মাঝে-মধ্যে ফুল উপহার আদান-প্রদান করতে পারেন। এ ছাড়া মা-বা, ভাই-বোনসহ পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয়-স্বজনকেও উপহার হিসেবে ফুল দিতে পারেন। এতে পরস্পরের মাঝে ভালোবাসা ও অন্তরিকতা সৃষ্টি হবে।
ফুল উপহারে তিনটি লাভ। এক. যাকে উপহার দিলেন তার অন্তরে আপনার প্রতি ভালোবাসা জন্ম নেবে। দুই. এটি এমন উপহার যা সুঘ্রাণযুক্ত। আর মানুষ সুঘ্রাণের প্রতি সর্বদা দুর্বল। তিন. ফুল বহন করা যায় সহজে। এটি হালকা।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘হজরত রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, কারও কাছে ফুল উপহার হিসাবে পেশ করা হলে সে যেন তা ফিরিয়ে না দেয়। কেননা, তা বহনে হালকা ও ঘ্রাণযুক্ত। -সহিহ মুসলিম: ৬০২০
লেখক: মুহাদ্দিস, আদাবর মাদরাসা, ঢাকা
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এমএইউ/