মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করে এবং ইসলামী শিল্প ও পাণ্ডুলিপি সম্পর্কে ব্যাপক গবেষণায় অনুপ্রাণিত হয়ে এমন আয়োজনের উদ্যোগ নিয়েছেন বলে জানান এ শিল্পী।
‘আমেরিকান কোরআন’ লিপিবদ্ধকরণে এক দশকেরও বেশি সময় লেগেছে।
ইসলামী প্রাচীন পাণ্ডুলিপিগুলোর ঐতিহ্য অনুসরণ করে বির্ক (গত শতাব্দীতে ইংরেজিতে অনুদিত কোরআনের কপি থেকে) লেখা ও চিত্রাঙ্কনের কাজ করেছেন। কালি ও রঙের ব্যবহারেও তিনি ঐতিহ্যবাহী নির্দেশাবলী অনুসরণ করেছেন। পৃষ্ঠাগুলির বিন্যাস, মার্জিনের আয়তন, পৃষ্ঠা শিরোনাম, আয়াত ও প্যাসেজ তৈরিতে সৌন্দর্য ও ঐতিহ্যের গুরুত্ব দিয়েছেন।
সাংস্কৃতিক প্রতিবন্ধকতা দূর করতে এবং আমেরিকানরা যেন অনুপ্রাণিত হয়ে মধ্যপ্রাচ্য ও স্থানীয় মুসলিমদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারে সেজন্য একজন অমুসলিম হয়েও তিনি এমন কাজ করেছেন।
প্রদর্শনী চলাকালীন টেক হেলথ সায়েন্সেস সেন্টারের গবেষক ড. আব্দুল হামুদ কোরআন বোঝা ও অনুধাবন করা সম্পর্কে উপস্থিতদের জন্য বিভিন্ন বক্তব্য দেবেন।
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এমএমইউ/আরএ