এ বৃদ্ধার নাম হামদিয়া জায়াজ মুসা। বসবাস ইরাকের বসরার দক্ষিণাঞ্চলীয় আল-মুদাইনা শহরে।
তিনি ইরাকের ‘পবিত্র কোরআনের এক হাজার হাফেজ প্রশিক্ষণ’ শীর্ষক প্রকল্পের আওতাধীন ছিলেন। এ প্রকল্পের ক্লাসে নিয়মিত উপস্থিত থেকে সম্পূর্ণ কোরআন হেফজ করতে তিনি সক্ষম হয়েছেন। জানা গেছে, প্রকল্পটির আওতায় এ পর্যন্ত ইরাকের ৪ হাজার ৬০০ জন নরী-পুরুষ পবিত্র কোরআনের হেফজ সম্পন্ন করেছেন।
আরো পড়ুন : ৭৫ বছরের বৃদ্ধার কোরআন মুখস্থ!
এর আগে সৌদি আরবের আসির শহরের ৭৫ বছর বয়সী এক নিরক্ষর নারী কোরআন মুখস্থ করে আলোচনায় এসেছেন। তার নাম মুনিসা বিনতে সাইদ বিন জাফর আল-আলিয়ানি। অক্ষরজ্ঞান না থাকায় কোরআন হেফজ করতে তিনি পরিবারের সদস্যদের সহযোগিতা নিয়েছেন। এছাড়াও অধিকাংশ সময় ইলেকট্রনিক লার্নিং ডিভাইসের মাধ্যমে কোরআন হেফজের কাজ চালিয়ে গেছেন।
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এমএমইউ