শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ২৪ বগির ট্রেনটি চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক স্টেশন দিয়ে ভারতে প্রবেশ করে।
বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন দর্শনা আন্তর্জাতিক স্টেশনের ম্যানেজার মীর লিয়াকত আলি।
তিনি জানান, প্রতি বছর ফাল্গুনের ৪ তারিখ বাংলাদেশের আঞ্জুমান-ই-কাদেরিয়ার অনুসারীরা ভারতের জোড়া মসজিদে ওরস শরিফে গিয়ে থাকেন। তাদের বহনের জন্য বাংলাদেশ রেলওয়ে বিশেষ এ ট্রেনটি ব্যবস্থা করে।
মীর লিয়াকত আলি আরও জানান, সকালে রাজবাড়ী স্টেশন থেকে বিশেষ ট্রেনটি যাত্রা শুরু করে। ১০টার পর ট্রেনটি দর্শনা স্টেশনে পৌঁছায়। সেখানে ট্রেনের যাত্রীদের কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ শেষ করা হয়। ওরস শেষে মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) ট্রেনটি বাংলাদেশে ফিরে আসবে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এসআরএস