শুক্রবার (১৫ মার্চ) বেলা ১২টায় তিনি বাংলাদেশে এসে পৌঁছেন।
তিনি ভারতের অন্যতম বিচক্ষণ, ভারসাম্যপূর্ণ চিন্তাবিদ ও উম্মাহর দরদি বুযুর্গ হিসেবে পরিচিত।
তার রচনাবলির সংখ্যা দেড় শতাধিক। তার জ্ঞানঋদ্ধ ও গবেষণালব্ধ বইগুলো দেখে ভারতের বড় বড় মুসলিম মনীষীরা তার ওপর আস্থা জানিয়ে প্রশংসা করেছেন। শেকড়স্পর্শী অধ্যয়ন, বিস্তৃত ইলম ও পোক্ত প্রজ্ঞার প্রমাণ বহন করে।
শুক্রবার (১৫ মার্চ) বাদ ঈশা মিরপুর কেন্দ্রীয় মসজিদে (মিরপুর-১১। ডেল্টা হাসপাতালের নিচে) তার বয়ান করার কথা রয়েছে। পরদিনও বাংলাদেশে তার বিভিন্ন ধর্মীয় প্রোগ্রাম রয়েছে।
ইসলাম বিভাগে আপনিও লিখতে পারেন। লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
এমএমইউ