সাহরি ও ইফতারের প্রকাশিত সূচিতে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর মুফতি ওয়ালীয়র রহমান খান, মুহাদ্দিস মোহাম্মদ আব্দুল্লাহ এবং দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ এর পরিচালক মো. আনিছুর রহমান সরকার স্বাক্ষর রয়েছে। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত ও প্রণীত সাহরি-্ইফতারের সময়সূচি সরকারিভাবে সব ক্ষেত্রে গণ্য করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন প্রণীত এই সূচিতে সতর্কতামূলক সাহরির শেষ সময় সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে। সে হিসেবে সুবহে সাদিকের ৩ মিনিট পর ফজরের নামাজের ওয়াক্ত শুরু-ক্ষণ রাখা হয়েছে। তাই সতর্কতামূলক সাহরির শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আজান দেওয়া হবে। অন্যদিকে সতর্কতামূলকভাবে সূর্যাস্তের পর বাড়তি ৩ মিনিট রেখে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।
আগামী ৬ মে রমজান মাসের চাঁদ দেখা গেলে ওই রাতে সাহরি খেয়ে ৭ মে মঙ্গলবার থেকে রোজা রাখতে হবে। সূচি অনুযায়ী ওইদিন সাহরির শেষ সময় হবে রাত ৩টা ৫২ মিনিটে। আর ইফতারের সময় হবে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে। এবারের রমজান মাস যদি পূর্ণ ৩০ দিনের হয় (রোজা ৩০টি হলে) আগামী ৬ জুন ঈদুল ফিতর হবে।
ইসলাম বিভাগে আপনিও লিখতে পারেন। লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এমএমইউ