তিনি বলেছেন, গত বছর ২০টি হজ ফ্লাইট বাতিল হলেও এ বছর কোনো হজ ফ্লাইট বাতিল হয়নি। এছাড়াও এবার প্রথমবারের মতো সৌদি ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন হওয়ায় হজগামী আল্লাহর বাড়ির মেহমানদের কোনো দুর্ভোগ হয়নি।
সোমবার (৫ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে হাব সভাপতি এসব কথা বলেন।
তিনি বলেন, চলতি বছর ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজে যাওয়ার কথা থাকলেও অসুস্থতা ও অন্য কারণে কিছু হজযাত্রী হজে যাননি। এ বছর ৫৯৮টি হজ এজেন্সি অপারেটিং হজ এজেন্সির দায়িত্ব পালন করেছে।
শাহাদাত হোসাইন বলেন, বহু প্রতিকূলতা থাকা সত্ত্বেও ২০১৯ সালের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে। এতো বিশাল কর্মযজ্ঞে চ্যালেঞ্জ থাকতে পারে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে আল্লাহর রহমতে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। হজ ব্যবস্থাপনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান হাবের এ নেতা।
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
টিএম/আরবি/