কনকনে শীত উপেক্ষা করে গত বুধবার (১৫ জানুয়ারি) থেকে ময়দানে আসতে শুরু করছেন মুসল্লিরা। যার যার খিত্তায় অবস্থান নিচ্ছেন তারা।
এর আগে গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপর শুক্রবার (১০ জানুয়ারি) বাদ ফজর আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ। পরে বাংলায় বয়ান তরজমা করেন বাংলাদেশি মাওলানা আব্দুল মতিন। রোববার (১২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
ইজতেমায় সাদ অনুসারি মুরুব্বি আব্দুল্লাহ শাকিল জানান, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি ময়দানের দিকে আসছেন। লাখ লাখ মুসল্লি দ্বিতীয় পর্বে অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার (১৯ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব।
বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
আরএস/আরবি/