ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মে) সকাল ৭টায় আবাসিক এলাকার মারকাজুল ফিকরিল ইসলামী (বড় মসজিদ) মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের উম্মে কুলসুম জামে মসজিদে সকাল সোয়া সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে সাতটায় এফ ব্লক জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল আটটায় জি ব্লকের বায়তুল জান্নাত জামে মসজিদে ঈদের অনুষ্ঠিত জামাত হয়েছে।
সকাল সাড়ে আটটায় এন ব্লকের ফকিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
প্রত্যেক মুসল্লি মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে মসজিদে প্রবেশ করেন। এসব মসজিদের প্রত্যেক কাতারে নিরাপদ শারীরিক দূরত্ব তিনফুট বজায় রেখে মুসল্লিরা নিজ নিজ জায়নামাজে নামাজ আদায় করেছেন।
বসুন্ধরা গ্রুপের মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব বলেন, প্রতিটি মসজিদে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির জন্য দোয়ার পাশাপাশি করোনামুক্তির জন্য দোয়া করা হয়।
তিনি বলেন, এন ব্লকে নির্মাণাধীন বসুন্ধরা আবাসিক এলাকার সর্ববৃহৎ ফকিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান জামে মসজিদের নিচ তলায় প্রথমবারের মতো মুসল্লিতে পরিপূর্ণ ছিল। মসজিদটির প্রতিটি ফ্লোরে সাড়ে পাঁচ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা থাকায় স্বাস্থ্যবিধি মেনে নামাজ পড়ার উপযুক্ত স্থান হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মে ১৪, ২০২১
এসই/আরআইএস