ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ইসলাম

রাজারবাগ দরবার শরিফে ঈদে মিলাদুন্নবী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
রাজারবাগ দরবার শরিফে ঈদে মিলাদুন্নবী উদযাপন

ঢাকা: যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছে রাজারবাগ দরবার শরিফ।

বুধবার (২০ অক্টোবর) বিকেলে এক বার্তায় রাজারবাগ দরবার শরিফ মুখপাত্র, আল্লামা মুহম্মদ মাহবুব আলম জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ১৪৪৩ হিজরী উদযাপন উপলক্ষে ‘আন্তর্জাতিক সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উদযাপন কমিটি ও আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্রে’র উদ্যোগে আয়োজিত রাজধানী রাজারবাগ দরবার শরিফের মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা প্রাঙ্গণে সুন্নতী জামে মসজিদে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সন্ধ্যা থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে পবিত্র কোরআন শরিফ খতম জিকির-আজগার ও দেশ-বিদেশে কোটি কোটি কণ্ঠে পবিত্র মিলাদ শরিফ পাঠ শেষে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত সব মুসলমানদের জন্য দোয়া-মোনাজাতে মহান রাব্বুল আলামিন এবং উনার প্রিয়তম হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের বিশেষ রহমত মুবারক কামনা করে।

তিনি আরও জানান, বিশেষ করে পবিত্র রাজারবাগ দরবার শরিফে ১২ রবিউল আওয়াল উপলক্ষে বেশ কিছু কর্মসূচি উদযাপন করা হয়। এর 

সেগুলো হলো বিশেষ ওয়াজ ও দোয়া মাহফিল, প্রিয় নবীজির জীবনী নিয়ে রচিত বই প্রদর্শনী, সুন্নতিদ্রব্যের প্রদর্শনী, শতাধিক সু-সজ্জিত গাড়িতে রাজধানীর রাস্তায় বিশেষ র‌্যালি, দেশ-বিদেশে একযোগে কোটি কোটি মিলাদ শরিফ মাহফিল, ৬৩ হাজার প্যাকেট তাবারক বিতরণ ও প্রিয় নবীজির আকিকা হিসেবে গরু, মহিষ ও খাসী জবাই করা হয়।

রাজারবাগ দরবার শরিফে ১২ রবিউল আউয়াল বা সাইয়্যিদুল আইয়াদ শরিফ উপলক্ষে ৬৩ দিনব্যাপী মাহফিল চলমান রয়েছে।  

বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।