ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

বায়তুল মোকাররমে চলছে ইসলামিক বইমেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
বায়তুল মোকাররমে চলছে ইসলামিক বইমেলা স্টলে বইপ্রেমীদের ভিড়। ছবি: বাংলানিউজ

ঢাকা: মহামারি করোনার কারণে দীর্ঘ দেড় বছর পর আবারও রাজধানীর বায়তুল মোকাররমে শুরু হয়েছে ইসলামি বইমেলা।  

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে।

 স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘদিন পরে আয়োজন করায় জমে উঠেছে বইমেলা।

রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ বইপ্রেমীরা ভিড় জমাচ্ছেন। গত কয়েক বছরের তুলনায় এবারের বই বিক্রির হার অনেক বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।

মেলায় এবার ৬২টি স্টল স্থান পেয়েছে। ক্রেতা এবং দর্শনার্থীদের ভিড় রয়েছে প্রতিটি স্টলে। কেউ বই কিনছেন আবার কেউ শুধু মেলা দেখার জন্য এসেছেন।  

এদিকে ইসলামিক ফাউন্ডেশন মেলা উপলক্ষে বরাবরের মতো এবছর প্রতিটি বই ৩৫ শতাংশ কমিশনে বিক্রি করছে। তবে, বিশেষ কিছু বই ৫০ থেকে ৭০ কমিশনেও বিক্রি করছে ইসলামিক ফাউন্ডেশন।  

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
এইচএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।