যে ব্যক্তি ভ্রমণ বা সফর করে তাকে সফররত অবস্থায় মুসাফির বলে। আবার যখন নিজ বাড়ি বা বাসভবনে চলে আসে তখন শরিয়তের পরিভাষায় তাকে বলে মুকিম।
মুকিম অর্থ হলো- নিজ বাসস্থানে অবস্থানকারী।
কিছু কিছু মানুষের ধারণা- সফর অবস্থায় সুন্নত নামাজ পড়া যায় না। এ ধারণা সঠিক নয়।
হ্যাঁ, মুকিম অবস্থার চেয়ে সফর অবস্থায় সুন্নত নামাজের কিছুটা শিথিলতা রয়েছে। তাই সফর অবস্থায় চলন্ত পথে, তাড়াহুড়োর সময় সুন্নত নামাজ ছেড়ে দেওয়া ভালো। কিন্তু সফরের শান্তিপূর্ণ অবস্থায় সুন্নত নামাজ পড়াই উত্তম। বিশেষত ফজরের সুন্নত সফর অবস্থায়ও অধিক গুরুত্ব রাখে। সুতরাং ‘সফর অবস্থায় সুন্নত নামাজ পড়া যাবে না’ ঢালাওভাবে এমন মনে করা ঠিক নয়।
বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এসআই